জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে। সুয়াইফার স্বজনেরা জানান, গতকাল রাত ৮টার দিকে বাড়িতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বেড়াতে আসে। এ সময় তাকে চানাচুর খেতে দেয় শিশু সুয়াইফার মা ছানুয়ারা। সবার অগোচরে বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয় শিশু সুমাইয়া।
এ সময় সুয়াইফার গলায় চানাচুর আটকে গেলে সে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে আসলে সুয়াইফার মুখে ও গলায় চানাচুর দেখতে পায়। কিছুক্ষণ পর শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এরপর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সুয়াইফাকে। তবে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। শিশু সুয়াইফার বাবা সাইদুল ও তার দাদা বলেন, ‘চানাচুর মুখে দেওয়ার কারণে গলায় আটকে সুয়াইফার মৃত্যু হয়। রাত সাড়ে ১১টায় ১ম জানাজা নানার বাড়ি খাগুরিয়াতে হয়েছে। দাদার বাড়ি কোনাবাড়ীতে ২য় জানাজার পর সেখানেই দাফন করা হয়েছে সুয়াইফাকে।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়।