ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বন্ধ সড়ক পুনর্নির্মাণ কাজ ভোগান্তি চরমে

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:১৬ এএম

*** গত বছরের ৫ আগস্টের পর কাজ বন্ধ রেখেছে ঠিকাদার

কুমিল্লার দাউদকান্দি-শ্রীরায়েরচর ভায়া মতলব সড়কের দাউদকান্দি অংশের ১০ কিলোমিটার পুনর্নির্মাণ কাজ গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এই সড়কটি দাউদকান্দি উপজেলার পশ্চিমাঞ্চল, চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতলব থেকে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে যাতায়াতের প্রধান পথ এটি। পুরো সড়কটির দৈর্ঘ্য ২৮ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার দাউদকান্দি উপজেলার অন্তর্ভুক্ত এবং ১৮ কিলোমিটার মতলব উপজেলার মধ্যে। প্রতিদিন আশপাশের কয়েকটি উপজেলার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন।

জানা যায়, প্রায় ৫২৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর পেরিয়ে গেলেও প্রকল্পের ৫০ শতাংশ এখনো বাকি। ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা ও নানা জটিলতার কারণে গত বছরের ৫ আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

শ্রীরায়েরচরের সিএনজিচালক আলামিন বলেন, ‘তিন বছরের বেশি সময় ধরে রাস্তাটির কাজ শেষ না হওয়ায় আমরা মারাত্মক ভোগান্তিতে আছি।’

বলদাখাল গ্রামের নুর আলম বলেন, আগে এই সড়ক দিয়ে যাতায়াতে ১২-১৫ মিনিট লাগত, এখন লাগে ৪০-৪৫ মিনিট।

গোয়ালমারী গ্রামের শাহাবুদ্দিন বলেন, ‘সরকার পরিবর্তনের পর থেকে এখনো কাজ শুরু হয়নি। রাস্তার কাজ শুরু হয়ে শেষ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ ব্যাপারে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের গৌরীপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে। নতুন করে মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া চলছে, তারপর কাজ পুনরায় শুরু হবে।’ তিনি আরও জানান, জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় কাজ বিলম্বের একটি কারণ।