ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ইয়াবা জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:০৩ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর থেকে এক হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একইসঙ্গে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২) ও মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।