ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

৮ গরু জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:০৩ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াকাশি সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় আট গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুরে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ৮টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির মায়াকাশি সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। নালিতাবাড়ি উপজেলা সীমান্তের মায়াকাশি এলাকা দিয়ে প্রবেশের সময় বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসে। এ সময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। তবে জব্দ করা হয় ভারতীয় গরুগুলো। এগুলোর বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।