কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের একজন হত্যা মামলার আসামি। গতকাল শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেনÑ উপজেলার মহিষকু-ি ঠোঁটারপাড়া গ্রামের সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মিন্টু হোসেন (২৯)।
গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোর ৪টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ আশ্রয়ণ বিওপির টহলদলের সদস্যরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে সীমান্ত পিলার ১৫৩/১১-এস থেকে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীগঞ্জ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে সিনবাদ আলী এবং মিন্টু হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ২০ বোতল এলএসডি উদ্ধার করা করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
এদিকে আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রয়ণ বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, জব্দ করা মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সজাগ রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন