পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৭৫ বছরের এক বৃদ্ধের অনশনকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ৩৫ বছরের মাহিনুর নামে এক নারী বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
গত শনিবার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশন শুরু করেন পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাসেম মুন্সি। তিনি দাবি করেন, দুই মাস আগে পরিচয়ের পর মাহিনুর বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে টাকা নেন। কিন্তু পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে আসল বাড়ি খুঁজে পেয়ে কাসেম মুন্সি শর্ত দেন- হয় টাকা ফেরত দিতে হবে, নয়তো তাকে বিয়ে করতে হবে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাহিনুরের ছোট কাঠের ঘরে তালা ঝুলছে। রান্নাঘরে উনুনের ওপর ফাঁকা পাত্র আর বাইরে শুকাতে দেওয়া কাপড় পড়ে আছে। ঘটনার পর থেকেই পলাতক তিনি।
স্থানীয়রা জানান, মাহিনুর পূর্বেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। তার বিচার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
গ্রামবাসী আলফু শেখ বলেন, ‘মাহিনুর আগেও অনেককে প্রতারণা করেছে। এই ঘটনার কারণে এলাকার সম্মান নষ্ট হচ্ছে। আমরা এর সঠিক সমাধান চাই।’
অন্য এক বাসিন্দা রাসেদা বেগম বলেন, ‘ওই নারী আগেও ৭-৮টি বিয়ে করেছে। স্বামী থাকতে আবার আরেকজনকে বিয়ে করত। তার শাস্তি হওয়া দরকার।’
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, ‘আমি বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছি। ওসি সাহেবকে জানিয়েছি, পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন