নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কাউসার (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মদিনা ওয়ার্কশপের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেলের বাড়ি রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
নিহত মোজাম্মেলের স্ত্রী আমেনা বেগম জানায়, তার স্বামী নরসিংদী শহরের সিঅ্যান্ডবি রোডস্থ একটি কাপড়ের দোকানে চাকরি করত। তার বন্ধু কাউসার পাশের দোকানে চাকরি করত। গত মঙ্গলবার রাতে দুই বন্ধু খাবার খেতে বসে একে অপরের গায়ে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটিয়ে দেওয়ার কারণে কাউসারের মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে কাউসার মোজাম্মেলকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে গতকাল বেলা ১১টার দিকে মোজাম্মেল বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে কাউসার ও তার অপর বন্ধু রাকিব মোজাম্মেলকে ডেকে উল্লিখিত স্থানে নিয়ে গিয়ে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন