ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকার কর্তৃক নিষিদ্ধ ১৬৫ মণ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় কৃষ্ণচন্দ্র সাহা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ পলিথিনের বাজারমূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তার কৃষ্ণচন্দ্র সাহা কসবা পৌরসভার শাহপুর গ্রামের রায়মোহন চন্দ্রের ছেলে। সেনাবাহিনী ও কসবা থানা পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। গতকাল দুপুর ১২টায় কসবা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ মালামাল ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।