ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শাকিব খানকে কেন সম্মাননা উৎসর্গ করলেন অভিনেতা তৌসিফ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৪৭ এএম
চিত্রনায়ক শাকিব খান ও অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবারই প্রথম মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা নাট্য অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। এ খবরে আনন্দে ভাসছেন তিনি ও তার ঘনিষ্ঠ বন্ধুরা। পুরস্কার পাওয়ার পর থেকেই পার্টির দাবিতে মুখর ছিলেন তার সহকর্মী ও বন্ধুরা।

তৌসিফের বন্ধুদের তালিকায় ছিলেন পরিচালক মোস্তফা কামাল রাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সিয়াম আহমেদ ও ফারহান আহমেদ জোভান। একপর্যায়ে সবার শেষে এসে আড্ডায় যোগ দেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল তৌসিফকে জিজ্ঞেস করেন, সম্মানজনক এই পুরস্কারটি তিনি কাকে উৎসর্গ করেছেন? জবাবে তৌসিফ বলেন, তিনি অনুপ্রেরণা পেয়েছেন সুপারস্টার শাকিব খানের কাছ থেকে, তাই পুরস্কারটি উৎসর্গ করেছেন শাকিব খানকে।

তৌসিফের উত্তরে চঞ্চল মজা করে বলেন, ‘তাহলে চল, শাকিব খানের সঙ্গেই বসা যাক।’ কথায় যেমন, কাজেও তেমন। শাকিব খান এই প্রস্তাবে সাড়া দেন আনন্দের সঙ্গেই। এরপর সবাই মিলে যান শাকিব খানের বাসায়, আর জমে ওঠে রাতভর আড্ডা।

তৌসিফ জানান, ‘আমাদের মতো তরুণদের শাকিব ভাই দারুণভাবে স্বাগত জানিয়েছেন। সেদিনই বুঝতে পেরেছি, তিনি কেমন মানুষ। সিনেমার মতোই তিনি দীর্ঘ সময় তার কথায় মনোযোগ ধরে রাখতে পারেন।’

একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুরুতে সবাই মিলে নাটক ও সিনেমা নিয়ে আলোচনা করেন। পারিবারিক ব্যস্ততার কারণে সবার আগে জোভান, পরে সিয়াম ও রাজ বাসা থেকে বেরিয়ে যান। এরপর রাত ১২টা থেকে চঞ্চল চৌধুরী, মোস্তফা কামাল রাজ ও তৌসিফের আড্ডা চলে ভোর ৬টা পর্যন্ত।

তৌসিফ আরও বলেন, ‘একজন মানুষকে বাইরে থেকে দেখে যেমন মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় তিনি ঠিক কতটা গভীর। শাকিব ভাই আমাদের যে সময় দিয়েছেন, যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, মিডিয়া নিয়ে তার যে বাস্তব শিক্ষা- তা হয়তো আমরা আমাদের দীর্ঘ ক্যারিয়ারেও পাইনি। সেদিনই বুঝেছি, কেন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক।’