পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম, মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল গাফফার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক মুন্সি ও আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
সভায় বক্তারা মির্জাগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোয় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন