হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে গাছ চোর ও কাঠ পাচারকারীদের আটক করেছে বন বিভাগের টহল দল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুনারুঘাট উপজেলার রাইস মিল এলাকায় অভিযান চালান শায়েস্তাগঞ্জ বন রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে টহল দল। এ সময় গাছ কাটার অভিযোগে পশ্চিম বড়াইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মিনহাজ আলী মীর (৪০) কে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে একটি কুঠার, একটি দা ও একটি রশি জব্দ করা হয়।
পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বিট এলাকায় অভিযান চালান বিট কর্মকর্তা গোলাম কাদির। এ সময় আকাশমনি ও গ্রামীণ বিভিন্ন প্রজাতির কাঠবোঝাই দুটি ট্রাকসহ তিনজন কাঠ পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল মিয়া (৩০), সুরমা চা-বাগানের শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫) এবং বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন