শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দুলাল সরকার, বেলাব (নরসিংদী)

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০১:০১ পিএম

ভরসার পাশে দাঁড়ায়নি বাস্তবতা

দুলাল সরকার, বেলাব (নরসিংদী)

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০১:০১ পিএম

নৌকা থেকে নামছে যাত্রীরা

নৌকা থেকে নামছে যাত্রীরা

নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের হালগড়ার মাঠ ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ভৈরব শুম্ভপুরের মাঝ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এ নদের ওপর একটি সেতুর দাবিতে দুই জেলার মানুষ যুগের পর যুগ অপেক্ষা করলেও সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আওয়ামী লীগ সরকারের একাধিকবার প্রতিশ্রুতির পরও ১৫ বছরে সেতু নির্মাণ বাস্তবায়ন হয়নি।

স্থানীয়রা জানান, প্রতিদিন দুই পারের প্রায় ২-৩ হাজার মানুষকে নদী পার হতে হয় নৌকায় ভর করে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। এ নদে সারা বছর পানি থাকায় বছরের ১২ মাসই নদী পারাপারে নৌকার ওপর নির্ভর করতে হয়।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত পাঁচ বছরের বেশি সময় তিনি শিল্পমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। অথচ এত প্রভাবশালী পদে থেকেও পুরাতন ব্রহ্মপুত্রের ওপর প্রতিশ্রুত সেতু নির্মাণের কোনো অগ্রগতি হয়নি। স্থানীয়দের অভিযোগ, ‘প্রতিবারই তিনি এসেছেন, আশ্বাস দিয়েছেন সেতু হবে। মানুষ সরল বিশ্বাসে সেই কথায় ভরসা করেছে। কিন্তু আজও সেতু রয়ে গেছে কেবলই স্বপ্ন।’

কলেজছাত্রী সৌরভি আক্তার বলেন, অনেক সময় নৌকার জন্য বসে থাকতে হয়। দেরিতে ক্লাসে যেতে হয়। নৌকা না পেলে পরীক্ষায় দেরি হয়ে যায়। স্থানীয় কৃষক মো. শহিদ মিয়া বলেন, ‘এলাকার শাক-সবজি বিক্রির জন্য এখানে সেতু হলে আমাদের কৃষকদের জন্য উপকার হবে। ফসলের ন্যায্যমূল্য পাব।’

নৌকার মাঝি মো. বাচ্চু মিয়া বলেন, ‘৬ বছর ধরে আমি এখানে নৌকা চালাই। আমার দাদা সংগ্রামের সময় নৌকা দিয়ে মানুষ পারাপার করতে গিয়ে পাকিস্তানিদের গুলিতে মারা গেছেন। পরে আমার বাবা নৌকা দিয়ে লোক পারাপার করছেন। নৌকা দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোক পারাপার হয়। প্রতিজন লোক থেকে ভাড়া নিচ্ছি ৫ টাকা করে। আমি চাই, এখানে একটা সেতু হোক। সেতু হলে যোগাযোগব্যবস্থা ভালো হবে।’

ইব্রাহীমপুর গ্রামের প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত হালগড়া সেতু হলে ইব্রাহীমপুরসহ বেলাববাসী মানুষের দৈনন্দিন ব্যবসা বাণিজ্য জীবন মানের উন্নতি ঘটবে। এ ছাড়া ভৈরবের হাসপাতালে রোগীর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত হবে এতে প্রসূতি মৃত্যুহার কমবে। ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলফাজ উদ্দিন তালুকদার বলেন, ‘এ গোদারা দিয়ে দৈনিক হাজার হাজার লোক নৌকা দিয়ে পারাপার হয়ে থাকে। বিগত সময়ের সরকার এখান দিয়ে সেতু করবে বলে বারবার আশ্বাস দিলে ও আর বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি যাতে দ্রুত সময় সেতুটি নির্মাণ করা হয়।’

সেতু নির্মাণ হলে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার যোগাযোগ সহজ হবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী সবাই উপকৃত হবেন। দুই জেলার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে আসবে গতি। পুরাতন ব্রহ্মপুত্রের ওপর এ সেতু নির্মাণ আজ নরসিংদী ও কিশোরগঞ্জের মানুষের প্রাণের দাবি।

সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন স্বপন বলেন, এলজিইডি থেকে এসে সেতুর মাপজোখ ও মাটি পরীক্ষা করেছিল। কিন্তু পরবর্তী সময়ে অদৃশ্য কারণে এই সেতু আর হয়নি। অথচ নদীর দুই পারের মানুষের জন্য সেতুটি অত্যন্ত প্রয়োজন।

বেলাব উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, নদীটি পুরাতন ব্রহ্মপুত্র নদী হওয়ার কারণে এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী শ্রেণি বিন্যাসের নীতিমালায় ‘এ’ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত। আর ‘এ’ ক্যাটাগরির নদীর ওপর সর্বনিম্ন ১ কিলোমিটারের নিচে কোনো ব্রিজ নির্মাণ করা যায় না। নদীটি বেশি প্রশস্ত না হওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি। তবে যদি সরকারের নীতিমালা পরিবর্তন হয়, তাহলে এর ওপর ব্রিজ নির্মাণ করা সম্ভব।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ‘নদীর শ্রেণির পরিবর্তনের একটা বিষয় আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করি, খুব দ্রুত সময়ে সেতুটি নির্মাণ করা হবে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!