ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ইমাম সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:২৯ এএম
মৌলভীবাজার

মৌলভীবাজারে বৈষম্যহীন, ঘুষ, সুদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক জেলা ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম। বক্তারা বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের অবদান অপরিসীম। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ভাতা ও বেতন কাঠামো প্রবর্তন, বাসস্থানের নিশ্চয়তা এবং ইমাম কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ওপর গুরুত্ব আরোপ করা হয়। ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা প্রদানের পাশাপাশি উপযুক্ত বেতন-ভাতা নিশ্চিত করা জরুরি এমন মতও উঠে আসে সম্মেলনে।