ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:২১ এএম
মোংলা

মোংলায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানে ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত ছিলেন।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।