ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

গুলিতে নিহত

খুলনা ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:১৭ এএম
খুলনা

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন মানিক উপজেলার বাগমারা গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ইমরানের নিথর দেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।