ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:২১ এএম
যশোর

যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় মাদক কারবারি তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তুষার সদর উপজেলার রাজারহাটের বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, সিআইডি টিমের ওপর হামলা ও মাদক আইনে করা দুই মামলায় তুষারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তুষারকে দুই মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত বুধবার বিকেলে সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সিআইডি টিম। এ সময় মাদক কারবারি তুষারকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে অন্য মাদক কারবারিরা সিআইডি টিমের ওপর হামলা চালায়। এ সময় সিআইডির দুই এসআইসহ চারজন আহত হন।