ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

অ্যাম্বুলেন্স খালে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৪৭ এএম
নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রোববার ভোররাতে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজারসংলগ্ন কচুয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজারসংলগ্ন কচুয়া কান্দি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে মরদেহ নিয়ে ঢাকা চলে যায়।  চন্দ্রগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।