ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গাঁজাসহ গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৩১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো- কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পুলিশ জানায়। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার ধরখার এলাকার চান্দপুর বাজারের উঁচা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই স্থানে নম্বরবিহীন একটি পুরাতন সিএনজি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই সিএনজিতে তল্লাশি করে ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।