‘জাতি, ধর্ম ও দল-নির্বিশেষে, রক্ত দিব হেসে হেসে’Ñ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংকল্প ব্লাড সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা ক্যাম্পিং ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার যাদুরাণী বাজারে সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আবুল কাশেম, প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, গেস্ট অব অনার ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাংগঠনিক সভাপতি মো. সফিকুল ইসলাম। ব্লাড ক্যাম্পিংয়ে স্বাস্থ্যসেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) চিকিৎসক ডা. মো আল মাহমুদ হিমেল ও ডা. মো হোসেন কামাল শাওন। আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক মো. করিমুল হক, সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. জমির উদ্দিন।