ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মাছের পোনা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৪১ এএম

নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, হাতিয়াসহ জেলার ৮টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১৪ জন মৎস্য চাষির মাঝে ৬ লাখ ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইনান্স। গত বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ ব্র্যাক জেলা কার্যালয়ে মাছের পোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এ সময় ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, ব্র্যাক রিজওনাল ম্যানেজার মো. আলী বোরহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুজন মিয়া, শাখা ব্যবস্থাপক মো. আজিজ উল্লাহসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, বিগত সময়ে নোয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, কৃষক, দরিদ্র মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িছে ব্র্যাক।