শেরপুরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে পৃথক স্থানে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী উপজেলার শিশু মো. হুমায়ুন (১০) এবং ঝিনাইগাতী উপজেলা থেকে গতকাল শুক্রবার সকালে কিশোর ইসমাইল হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান লাকড়ি ধরতে নামে। এ সময় স্রোতের টানে হুমায়ুন নিখোঁজ হন। খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় ৪শ মিটার ভাটি থেকে হুমায়ুনের মরদেহ পাওয়া যায়।
অপরদিকে, ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের আব্দুল্লাহর কিশোর ছেলে ইসমাইল তামাগাঁও এলাকায় মহারশী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হন। শুক্রবার সকালে ঝিনাইগাতী সদর ব্রিজের পূর্বপাড়ে একজন স্থানীয় কৃষক তার ধানখেত দেখতে গিয়ে ইসমাইলের মরদেহ পান। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার আগেই হুমায়ুনের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসমাইলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।