ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাইকেল র‌্যালি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৫৩ এএম

‘বিশ্বব্যাপী গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরের হেলিপ্যাড মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী আয়োজিত এ র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে নানা প্ল্যাকার্ড হাতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এর আগে আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জি, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।