*** পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শাক-সবজি ও ফসল
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার নিচু জমিতে চাষ করা মরিচসহ বিভিন্ন শাক-সবজি ও ফসল তলিয়ে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর বিপৎসীমা ১৬.২৫ মিটার। গত শুক্রবার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৫.৪৩ মিটার, অর্থাৎ বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অন্যদিকে বাঙালি নদীর বিপৎসীমা ১৫.২১ মিটার। গত ২৪ ঘণ্টায় এ নদীর পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। শুক্রবার পর্যন্ত পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৩.৩৬ মিটার, যা বিপৎসীমার ২ মিটার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টিতে উপজেলার নিচু এলাকায় মিষ্টিকুমড়া, মরিচ, গাইঞ্জা ধান, মাষকলাইসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইব্রিড মরিচ। চরাঞ্চলের কৃষকেরা বলছেন, মরিচগাছ নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। কর্ণিবাড়ী ইউনিয়নের কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা চরাঞ্চলে মরিচসহ নানা ধরনের সবজি আবাদ করেছিলাম। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে ফসল তলিয়ে গেছে। এখন আর কিছুই বাঁচানো সম্ভব নয়।’ সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ‘বৃষ্টিতে মরিচ, ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি।’