চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোররাত ৩টার দিকে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান এবং বিজিবির আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র ও গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতি বাস্তবায়নে নিয়মিত অপারেশন পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন