মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত্যু মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২), একই এলাকার মৃত্যু ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।