আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর বেলাবোতে জাকের পার্টির আয়োজনে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মো. গোলাপ মিয়ার সভাপতিত্বে ও নরসিংদী জেলা উত্তর জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ আবদুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট নরসিংদী জেলা সভাপতি মো. শাহাদাৎ হোসেন, জেলা মৎস্যজীবী ফ্রন্ট সভাপতি মো. মিন্টু হাওলাদার, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. বোরহান কবির, জেলা ছাত্রফ্রন্ট (২) সভাপতি মো. শাহাদাৎ মিয়া, জেলা ছাত্রফ্রন্ট (১) সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট (২) সভানেত্রী রসোনারা বেগম, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট (১) সভানেত্রী রুনোয়ারা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ বলেন, ‘জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। কোনো জোটে নয়, এককভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গোলাপের সুবাতাস ছড়িয়ে দিতে’ জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন