শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় নিখোঁজের দুই দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তায়েবা হক নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে সখীপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি এলাকায় প্রতিবেশী মজিদ মোল্যার সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়। গত বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তায়েবা হক সখীপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি এলাকার বাসিন্দা টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুননাজাত মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারিতে (শাপলা) পড়াশোনা করত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তায়েবা হক বুধবার বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সখীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পরে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারিং শুরু করেন। তবে এরপরও নিখোঁজ তায়েবা হকের খোঁজখবর পাওয়া যায়নি। শুক্রবার ছৈয়ালকান্দি এলাকাজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজন ও এলাকাবাসী। এরপর তায়েবার বাড়ি থেকে খানিকটা দূরে মজিদ মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয়। পরে ঢাকনা সরিয়ে সেখানে তায়েবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার ও স্থানীয়রা।
নিহত তায়েবার বাবা টিটু সরদার মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। তিনি হত্যাকারীর ফাঁসির দাবি জানান। সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, শিশুটির নিখোঁজের ব্যাপারে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে। এর পর থেকেই পুলিশ বিভিন্ন মাধ্যমে তল্লাশির কাজ করছিল। শুক্রবার দুপুরে খবর পেয়েছি বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংকের ভেতর তার লাশ পাওয়া গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।