ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:২৭ এএম

বগুড়ার নন্দীগ্রামে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে পুলিশ উপজেলার ওমরপুর গ্রামের শয়ন ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সন্ধ্যায় নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন এ তথ্য দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গৃহবধূ খাদিজা খাতুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের ব্যবসায়ী ফোরকান আলীর স্ত্রী। তার সাড়ে তিন ও আড়াই বছর বয়সি দুটি ছেলেসন্তান রয়েছে। সন্তানরা হাঁটাচলা করায় শুক্রবার সকালে স্বামী ফোরকান আলী ওমরপুর হাটে যান। দুপুরে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা লাগানো। অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে আড়ার সাথে গলায় রশির ফাঁস দেওয়া স্ত্রীর মরদেহ ঝুলতে দেখতে পান। কী কারণে স্ত্রী খাদিজা খাতুন মিষ্টি আত্মহত্যা করেছেন, সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না। প্রতিবেশীরা বলছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে খবর পেয়ে বিকেলে নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি ফইম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ওই গৃহবধূ দাম্পত্য কলহে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।