লালমনিরহাটে লিপন চন্দ্র দ্বীপ (২৭) নামে ঋণগ্রস্ত এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ভূপেন্দ্র নাথের ছেলে এবং ডাচ্-বাংলা ব্যাংকে ঢাকায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পড়ালেখার পাশাপাশি ঢাকাস্থ ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি করতেন লিপন চন্দ্র দ্বীপ। এরই মধ্যে ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে বেশ কিছু অর্থ নষ্ট করে ঋণগ্রস্ত হয়ে পড়েন দ্বীপ। পূজার ছুটিতে বাড়ি এলে স্থানীরা ঋণের টাকা ফেরতের চাপ দিলে দিশাহারা হয়ে হতাশায় ভুগতে থাকেন তিনি। সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রমদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের ধারণা, গত শুক্রবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে আতœহত্যা করেছেন দ্বীপ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ঋণের চাপে দিশেহারা হয়ে আতœহত্যা করতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন