জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ফিরোজা বেগম (৪৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। গত শনিবার দুপুরে অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সালাহ্ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল, ৫৪ বোতল ফেয়ারডিল ও মাদক বিক্রয়ের ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তবে উপস্থিতি টের পেয়ে খোরশেদ পালিয়ে যায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ বলেন, ‘অভিযানে মাদকসহ ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।’ পাঁচবিবি থানার ওসি মো. নিয়ামুল হকও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন