শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:০০ পিএম

সোহিনীর পরিবর্তে সৃজিতের সিনেমায় মিমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:০০ পিএম

সৃজিত-সোহিনী ও মিমি। ছবি- সংগৃহীত

সৃজিত-সোহিনী ও মিমি। ছবি- সংগৃহীত

ভারতের টালিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন। জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ একের পর এক বদল নিয়ে মেতে আছে ইন্ডাস্ট্রি। প্রথমে বদল হয়েছিল প্রযোজনা সংস্থায়, এবার যুক্ত হয়েছে ‘নন্দী মুভিজ’। আর নতুন প্রযোজকের হাত ধরেই বদলে গেল ছবির নায়িকাও।

শুরুতে ঘোষণা হয়েছিল, মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। কিন্তু নতুন টিম যুক্ত হওয়ার পর হঠাৎই পরিবর্তন আসে। সোহিনীর জায়গায় এখন নায়িকা মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে, আর সত্যম ভট্টাচার্যের জায়গায় অভিনয়ে যোগ দিয়েছেন ঋক চট্টোপাধ্যায়। ছবির প্রথম পোস্টার এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এবং তা নিয়ে চর্চা তুঙ্গে।

কেন এত পরিবর্তন প্রশ্নে পরিচালক সৃজিত বলেন, নায়িকা পরিবর্তনের কারণ জানানোই ভালো হবে প্রযোজকের পক্ষে। তার ভাষায়, ‘অভিনেতা নির্বাচন সবসময়ই শুধু পরিচালকের সিদ্ধান্তে হয় না। অনেক কিছুর সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়।’

প্রযোজক প্রদীপকুমার নন্দী জানান, ‘আমরা সবকিছু নতুন করে সাজানোর পরিকল্পনা করি। মিমি অসাধারণ অভিনেত্রী– তা বলে সোহিনী ভালো নন, এমন নয়। ওর সঙ্গে আমরা সম্প্রতি অন্য প্রজেক্টেও কাজ করেছি।’

বাকি পরিবর্তনগুলোতে পরিচালকই ছিলেন মূল সিদ্ধান্তকারী। সৃজিত বলেন, ‘রুদ্রনীল আর আমি মনে করেছি ওই চরিত্রে বুদ্ধদেব দাস আরও মানানসই। আর কাকাবাবুর চরিত্রের জন্য সত্যম ওজন বাড়ালেও এই ছবির চরিত্রের জন্য আলাদা শারীরিক বর্ণনা প্রয়োজন ছিল। তাই ঋককে নেওয়া হয়েছে।’

সৃজিত স্বীকার করে আরও বলেন, এত পরিবর্তনে কাজের গতি থমকে যায়। নভেম্বরে শুটিং শুরু হওয়ার কথা ছিল। প্রি-প্রোডাকশন চলছিল। এত মানুষ যুক্ত, অনেকেই ফ্রিল্যান্সার। পরিকল্পনা বদলে গেলে তাদেরও সমস্যা হয়।’

এদিকে পরিচালক জানিয়েছেন, সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।

‘গানের ওপারে’ ও ‘বাপি বাড়ি যা’-তে একসঙ্গে অভিনয় করলেও, এবারই প্রথম সৃজিতের পরিচালনায় নায়িকা হিসেবে দেখা যাবে মিমিকে। এরই মধ্যে কয়েক দফা মিটিংও হয়ে গেছে তাদের মধ্যে। পরিচালকের ইঙ্গিত, ছোটপর্দার সেই পরিচিত মিমিকে হয়তো আবার পাবেন দর্শক।

এই সিনেমায় আরও বড় চমক, ছবির সংগীত পরিচালনাও করছেন সৃজিত নিজেই! চারটি গান থাকবে, তার মধ্যে দুটি ‘রবীন্দ্রসঙ্গীত’। একটি গান লিখেছেন তিনি নিজে, আরেকটি শ্রীজাতের।

Link copied!