বরগুনার পাথরঘাটায় দুটি মাথাসহ প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চরদুয়ানী নৌপুলিশ অভিযান চালিয়ে এ মাংস জব্দ করে। পরে বন বিভাগের উপস্থিতিতে কেরোসিন ঢেলে ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়। চরদুয়ানী নৌপুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাত আড়াইটার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলেশ্বর নদীর পাড়ে নাপতার খাল এলাকায় হরিণের মাংস বিক্রির জন্য একদল চোরাকারবারি অবস্থান করছিল। খবর পেয়ে নৌপুলিশ এক ঘণ্টা নদীপথ অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটি মাংস ফেলে পালিয়ে যায়। চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। ট্রলারের ইঞ্জিনের শব্দ শুনে চোরাকারবারিরা আগে থেকেই সতর্ক হয়ে যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা মাংস ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের প্রতিনিধিদের নিয়ে উদ্ধার হওয়া মাংস নির্বাহী কর্মকর্তার নির্দেশে ধ্বংস করা হয়।’ তিনি আরও জানান, চোরাকারবারিরা সুন্দরবনের বলেশ্বর নদীর পশ্চিমপাড় থেকে হরিণ শিকার করে বিক্রির উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন