নাটোরের সিংড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮ টায় দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়। ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় রোগী দেখেন ডা. জয়দেব কুমার সাহা, ডা. শাহাজালাল সরকার, ডা. ফারজানা রহমান দৃষ্টি, ডা. সনদ ঘোষ, ডা. রাজেশ সাহা ও ডা. শাফওয়ানুর রহমান শান্ত প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন