পূর্বাচল তিনশ ফিট সড়কে ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে সড়কের মস্তুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বাচল তিনশ ফিট সড়ক নির্মাণকালে মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ এ অঞ্চলের দুই পাশে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও আবাসন প্রকল্প। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। কিন্তু সড়কটিতে নেই কোনো পুলিশ বক্স, নেই জেব্রা ক্রসিং। ফলে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের ধাক্কায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন