শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:০৯ এএম

আমিরাতের টি-২০ লিগে সাকিব ও তাসকিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:০৯ এএম

আমিরাতের টি-২০ লিগে  সাকিব ও তাসকিন

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিলামের শেষ মুহূর্তে দল পেয়েছেন এই দুজন। সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। প্রায় ৪৮ লাখ টাকায় (৪০ হাজার মার্কিন ডলার) তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তাসকিনের জন্য তাদের প্রায় ৯৬ লাখ টাকা (৮০ হাজার মার্কিন ডলার) খরচ করতে হচ্ছে।

আইএল টি-২০-এ এবারই প্রথমবারের মতো দল পেলেন সাকিব ও তাসকিন। সাকিব বিশ^জুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও আইএলটি-২০-এ আগে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। সাকিব নিজেও সেই অভিষেকের কথা নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘আমি আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে অভিষেক করতে যাচ্ছি! এই পরিবারের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

অন্যদিকে, তাসকিন গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এমিরেটস স্কোয়াডে সাকিবের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, উসমান খান, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম, আন্দ্রে ফ্লেচার। এই টুর্নামেন্টে সাধারণত অন্য লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটার ও ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে আসা ক্রিকেটাররাই খেলেন। সেই বিবেচনায় সাকিবের দলকে বেশ শক্তিশালী বলতে হবে। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়ে আসা বেয়ারস্টো, ওকস, সাকিবরা যেমন আছেন, তেমনি গজনফর, শেফার্ড, মেন্ডিসরাও আছেন। অন্যদিকে, তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন সিকান্দার রাজা, টিম ডেভিড, আদিল রশিদ, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, রিচার্ড এনাগারাভা। তাসকিনের একাদশে জায়গা পেতে বেশ লড়াই করতে হবে। সাউদি, সিলসদের নিয়ে যে শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়েছে দলটি!

রূপালী বাংলাদেশ

Link copied!