শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১১ এএম

অপেক্ষা বাড়ল নেইমারের

ব্রাজিল দলে ফিরলেন রদ্রিগো ও ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১১ এএম

ব্রাজিল দলে ফিরলেন  রদ্রিগো ও ভিনিসিয়ুস

আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিল। এ দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার দলে ফিরলেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে ইনজুরিতে পড়ায় ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ল তারকা ফুটবলার নেইমারের।

গত মাসে বিশ^কাপ বাছাই পর্বে বিশ্রামে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস। তার ক্লাব সতীর্থ রদ্রিগো রিয়ালে এ মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তাকেও স্কোয়াডের বাইরে রেখেছিলেন কোচ আনচেলত্তি। এবার প্রীতি ম্যাচে এ দুই তারকা ফুটবলারকে ফেরালেন তিনি। আর নেইমার বাঁ ঊরুতে নতুন করে চোট পেয়েছেন। তাই তাকে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফেরানোর কথা ভাবেননি আনচেলত্তি। নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর থেকে ক্রমাগত চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন সান্তোস ফরোয়ার্ড। আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের সূচিতে জাতীয় দলে নেইমার ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। অন্যদিকে, রদ্রিগোকে ফেরানো নিয়ে কোচ আনচেলত্তি বলেছেন, ‘রদ্রিগো ফিরেছে। কারণ, সে বেশি খেলার সময় না পেলেও যতবারই (মাঠে) নেমেছে, খুব ভালো করেছে। ব্রাজিলের অন্য খেলোয়াড়দের মতো তার ফিটনেসও ভালো। এই দলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ। কারণ, সে (আক্রমণভাগে) সব পজিশনে খেলতে পারে।’ অপরদিকে, চোটের কারণে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনা তারকা রাফিনিয়ার। একই কারণে বাদ পড়েছেন পিএসজি সেন্টার ব্যাক মারকিনিওস ও লিভারপুল গোলকিপার আলিসন বেকার। দীর্ঘ সময়ের চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার ডাক পেয়েছেন ডিফেন্ডার এদের মিলিতাও। স্ট্রাইকার পজিশনে বোতাফোগো থেকে গত জুলাইয়ে নটিংহাম ফরেস্টে যোগ দেওয়া ইগর জেসুস ডাক পেয়েছেন। ইংলিশ ক্লাবটির হয়ে দুই ম্যাচে একাদশের হয়ে মাঠে নেমে ৪ গোল করেছেন জেসুস।

ব্রাজিল স্কোয়াড: গোলকিপার: এদেরসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর) ও হুগো সউজা (করিন্থিয়ান্স)। ডিফেন্ডার: কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভ্যান্ডারসন (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্র্যাব্রিসিও সান্তোস (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি) ও ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)। ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিয়াস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

রূপালী বাংলাদেশ

Link copied!