আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর বিশ^কাপ বাছাইপর্ব নিশ্চিত করার জন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজের জয়ী দল বিশ^কাপ বাছাইপর্বে খেলবে। এই গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। গতকাল সকালেও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দল অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয়। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার থেকে। ওই দিন ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়েরাও। সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ গত বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন আরও ১০ জন। পূজার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দল ছিল মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে দেশে ফিরেছে যুব দল। ওই দলের খেলোয়াড়দের চার দিন ছুটি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। খেলোয়াড়েরা বিমানবন্দর থেকে প্রথমে মওলানা ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান থেকে যে যার বাড়িতে চলে গেছেন। অনূর্ধ্ব-২১ হকি দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে স্রেফ ১টিতে; বাকি চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন