দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী গোবিন্দ রায়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী সড়কের হাবড়া ইউনিয়নের চতরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ রংপুর সদর উপজেলার চন্দন পাট এলাকার নিত্যানন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। আহত গোবিন্দ রায় একই গ্রামের পুষ্প রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সোহাগ নিহত হন। গুরুতর আহত অবস্থায় গোবিন্দ রায়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন