শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১৪ এএম

হলান্ডের জোড়া গোলেও জিতল না সিটি

বার্সার বিপক্ষে পিএসজির জয়ের নায়ক রামোস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১৪ এএম

বার্সার বিপক্ষে পিএসজির  জয়ের নায়ক রামোস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নাটকীয় রাতে আর্নিং হলান্ডের জোড়া গোলেও জিতল না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মোনাকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। অপর ম্যাচে আবারও হারল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শেষ মুহূর্তে রামোসের গোলে জয় পায় তারা। অন্য ম্যাচে জিতেছে আর্সেনাল। তারা ২-০ গোলে হারায় অম্পিয়াকোসকে।

ঘরের মাঠে পিএসজির সঙ্গে আগের দুই দেখায় বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। দুবারই তারা হেরেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। এবার আশা জাগালেও নিজেদের আঙিনায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানল পিএসজি। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাল কাঁপিয়ে কাতালানদের হতাশায় ডোবাল তারা। বুধবার রাতে অস্থায়ী ডেরা লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে শিরোপাধারীদের কাছে হারল বার্সা। ফেরান তরেস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর সেনি মায়ুলু সমতা ফেরান লড়াইয়ে। আর ৯০ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল বার্সা। শেষবার তারা জিতেছিল আট বছর আগে, ২০১৭ সালের মার্চ মাসে। স্থায়ী ঠিকানা ক্যাম্প ন্যুতে (সংস্কারকাজ চলায় বর্তমানে বন্ধ) সেই ঐতিহাসিক ম্যাচে ৬-১ গোলে প্যারিসিয়ানদের উড়িয়ে দিয়েছিল দলটি। এই জয়ে ৩৬ দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে পিএসজি। তাদের মতো আরও পাঁচটি দল নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে ৬ পয়েন্ট পেয়েছে। গোল পার্থক্যে তাদের (+৫) চেয়ে এগিয়ে রয়েছে শুধু রিয়াল মাদ্রিদ (+৬) ও বায়ার্ন মিউনিখ (+৬)।

এদিকে, শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোমাঞ্চকর এক ড্র তুলে নিয়েছে মোনাকো। গত বুধবার রাতে স্টাড লুইতে হলান্ডের প্রথমার্ধের জোড়া গোলও যথেষ্ট হয়নি কোচ পেপ গার্দিওলার দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিতে। ১৫ মিনিটেই ইয়স্কো গভারদিওলের উঁচু পাস থেকে দারুণ লবে সিটিকে এগিয়ে দেন হলান্ড। তবে মাত্র তিন মিনিট পরেই জর্ডান তেজের অসাধারণ দূরপাল্লার শটে সমতায় ফেরে মোনাকো। বিরতির ঠিক আগ মুহূর্তে নিকো ও’রিলির ক্রস থেকে হেডে গোল করে আবারও দলকে এগিয়ে দেন হলান্ড। ম্যাচের শেষ ভাগ পর্যন্ত জয় নিশ্চিত ভেবেছিল সিটি। কিন্তু ৯০ মিনিটে মোনাকোর এক ফ্রিকিকে নিকো গনসালেসের হাই বুটে এরিক ডায়ারের সঙ্গে সংঘর্ষ হয়। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। সেখান থেকেই ডায়ার ঠান্ডা মাথায় জিয়ানলুইজি দোন্নারুমাকে ভুল পথে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। এই জোড়া গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৫০ ম্যাচে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৫২।

ইউরোপের এলিট প্রতিযোগিতায় গোলের অর্ধশতক পেরোনো সবচেয়ে দ্রুতদের একজন হয়ে গেলেন তিনি। গত সপ্তাহেই বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছিলেন নরওয়েজিয়ান এই তারকা। ২০১৭ সালের স্মরণীয় লড়াইয়ের পর এটি ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। তখন ৬-৬ অ্যাগ্রিগেট স্কোরে অ্যাওয়ে গোল নিয়মে জয় পেয়েছিল মোনাকো। সেই দলে ছিলেন কিশোর কিলিয়ান এমবাপ্পে এবং বর্তমান সিটি অধিনায়ক বের্নার্দো সিলভা। গ্যালারিতে এদিন ছিলেন নতুনভাবে মোনাকোয় যোগ দেওয়া ফরাসি মিডফিল্ডার পল পগবা, যিনি এখনো ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। এই ড্রয়ে চলতি আসরে প্রথম পয়েন্ট পেল মোনাকো। অন্যদিকে, নাপোলিকে হারানো সিটি দুই ম্যাচ শেষে সংগ্রহ করল ৪ পয়েন্ট। জয় হাতছাড়া হলেও হলান্ডের ধারাবাহিক গোল পাওয়া কোচ গার্দিওলার দলের জন্য বড় স্বস্তির বিষয়।

রূপালী বাংলাদেশ

Link copied!