রাজশাহীতে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি প্রকল্প-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রানীবাজার সংলগ্ন কাবাব হাউস রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ট্রাস্টের চেয়ারম্যান ডা. এম. মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পরিচালক ডা. ফাতেমা সিদ্দিকা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির ফরম তুলে দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। আয়োজকরা জানান, এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে রাজশাহীর অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা চালিয়ে যেতে সহায়তা পাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন