ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়া বেকারি পরিচালনার দায়ে একটি বেকারি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানকেও জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মালিগ্রাম বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। অভিযানে ‘লতিফ শাহ ফাস্ট ফুড অ্যান্ড বেকারির ম্যানেজার মো. মরিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত জানায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদন ছাড়া বেকারি পরিচালনা করছিল। মালিগ্রাম বাজারের একটি মিষ্টির দোকানের দোকানদার কৃষ্ণ কু-ুকেও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।