ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:২৭ এএম

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  উপ-সচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সিভিল সার্জন প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমুসহ  স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।