বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।
নিহতের বোনজামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষাশিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শেরপুর হাইওয়ে থানার ওসি পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।