ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চালককে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:১০ এএম

ফেনীর সোনাগাজীর জিরোপয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ট্রাকচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি আদেশ অমান্য করায় তাকে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি আদেশ অমান্য করে বালির ট্রাক চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ওই ট্রাকচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুপ মিয়া। প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১২ অক্টোবর সব বালুবাহী গাড়িকে রাত ৯টা থেকে সকাল ৮টার মধ্যে বালি পরিবহন করতে নির্দেশনা দেওয়া হয়। এ আইন অমান্য করলে জেল-জরিমানা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।