ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জেলা ঘোষণার দাবি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:১২ এএম

কিশোরগঞ্জের ভৈরবকে প্রস্তাবিত ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরবের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে ‘ভৈরবের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।  ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশের পর তারা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বক্তারা দাবি আদায় না হলে সড়ক, রেল ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত, ভৈরবকে ৬৫তম জেলা হিসেবে ঘোষণা করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০০৯ সালের ১৫ অক্টোবর একটি পরীক্ষা ও পর্যালোচনা কমিটি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে পরবর্তী সময় জেলা করার ব্যাপারে আর কোনো উদ্যোগ নেয়নি সরকার।