ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

যৌথ অভিযান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৫৩ এএম

মা ইলিশ সংরক্ষণে বগুড়ার সারিয়াকান্দিতে জেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার যমুনা নদীতে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে ১৫ কেজি ইলিশ মাছ, ৫ হাজার মিটার কারেন্ট জাল, বৈদ্যুতিক শক দিয়ে মাছ মারার যন্ত্রের ব্যাটারি জব্দ করা হয়। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।