যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধিক রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী ঈদগাহ মাঠে এসব কর্মসূচি পালিত করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন