অসচ্ছলদের স্বাবলম্বী করতে জাকেরদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করেছে হজরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। গতকাল বুধবার সকালে ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরিফে এ সহায়তা দেওয়া হয়। দরবার শরিফের গদীনশীন পীর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান এই অনুদান প্রদান করেন।
অসচ্ছলদের কর্মসংস্থান সৃষ্টিতে একক আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে ফাউন্ডেশন থেকে জানা যায়। একই অনুষ্ঠানে দরবার শরিফের প্রতিষ্ঠাতা জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) নকশোবন্দি মোজাদ্দেদী পীর কেবলাজানের বেছালত উপলক্ষে আসন্ন বার্ষিক ওরস শরিফের তারিখ ২০২৬ সালের ৭ জানুয়ারি রোজ বুধবার ঘোষণা করা হয়। হজরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সকলের মাঝে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন