জেলার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা। গত মঙ্গলবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয়মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দুর্জয়মোড় গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের কমলপুর নিউটাউন এলাকা ঘুরে আবারও দুর্জয় পাদদেশ এসে শেষ হয়। মিছিল শেষে মামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ছাত্র সমাজের প্রতিনিধি নজরুল ইসলাম রাতুল, রিয়াজ উদ্দিন জিহাদ, মিরাজুল ইসলাম মুবিন, মাহবুবুল আলম দিপু, অন্তর মিয়া, তৈহিদুল ইসলাম জিহাদ, তুহিন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কোনো রকম হুমকি-ধমকি দিয়ে জেলার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। এ সময় মিডিয়াকে দোষারোপ করে বক্তারা বলেন, সত্য ঘটনাটি মিডিয়ার প্রকাশ হয়নি। স্টেশন মাস্টার ও রেলওয়ে ওসির নির্দেশে ট্রেন হুইশেল দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়। সুযোগ কিছু দুষ্কৃতকারী ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করতে থাকে। প্রকৃত আন্দোলনকারীরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটনাতে পারে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন