সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি বলেন, ‘গ্রাম পুলিশেরাই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অন্যতম সহায়ক শক্তি। তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।’ এ সময় ইউএনও মো. জুবায়ের হোসেন সেপ্টেম্বর মাসে গ্রাম পুলিশের আন্তরিকতা, নিয়মিততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে কুড়ালিয়া ইউনিয়নের প্রসাশক, সচিবসহ ইউনিয়নের সব গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন